জীবন যুদ্ধ
জীবন যুদ্ধ খাদিজা বেগম জীবন যুদ্ধে যোদ্ধা সবাই যুদ্ধ করি এই জীবনটা বাঁচাতে, স্বাধীন থেকেও বান্ধি আমরা ভাগ্য নামের অদৃশ্য এক খাঁচাতে।। ভুলের পরেও ভুল হয়ে যায় তাইতো যুদ্ধ ভুলের সাথে নিত্যদিন, দুঃখ কষ্ট কান্না ভুলে যুদ্ধ করি এই মুখ রাখতে অমলিন। বারে বারে ফিরে আসি মরণ থেকে বেঁচে থাকার আশাতে।। যুদ্ধ করি নিজের সম্মান ধরে রেখে আরও একটু বাড়াতে, লোভের সাথে যুদ্ধ করি হয় না যেন নৈতিকতা হারাতে।। যুদ্ধ করি নিজের সাথে হিংসা বিদ্বেষ পরনিন্দা তাড়াতে, যুদ্ধ করি স্বার্থ ভুলে বিপদগ্রস্ত লোকের পাশে দাঁড়াতে। নীতি রক্ষার যুদ্ধ করি আদেশ-নিষেধ করি মাতৃ ভাষাতে।।