ভালোবাসা চিরস্থায়ী নয়
ভালোবাসা চিরস্থায়ী নয়
খাদিজা বেগম
তপ্ত রোদে ভালবেসে ছিলাম
মেয়ের ছায়া সে উড়ে যায় বাতাসে,
হঠাৎ করে ঝড় উঠে যায় আমার
ভালোবাসার সাজানো নীল আকাশে।।
শীতের ভোরে ভালোবেসে আমি
যখন চাচ্ছি মিষ্টি রোদের ছোঁয়াকে,
তখন রৌদ্র যায় কুয়াশার বাড়ি
আমার জন্য রেখে যায় তার ধোঁয়া কে।
যখন নিঃশ্বাস এর বিশ্বাস নাই ভবে
কেন বিশ্বাস করো মন তার আশ্বাসে??
শিশির ভেজা সদ্য ফোঁটা ফুলকে
ভালোবেসে নিয়েছিলাম তুলে,
তার সুবাসে মন মাতাবো বলে
শুকিয়ে যায় সে ফুল আমার ভুলে।।
আমি ভালোবেসে ঝাঁপ দিয়েছি
কানায় কানায় উফছে পড়া সাগরে,
নির্দয় হয়ে বড় নির্মম ভাবে
সাগরের ঢেউ আঘাত করল অন্তরে।
ভালবাসলে মহাবিপদ আছে
না বাসলেও কেঁদে কেঁদে চোখ ভাসে।।
Comments
Post a Comment