মন দুয়ারে টোকা

 মন দুয়ারে টোকা 

খাদিজা বেগম 


কুহু কুহু সুর তুলিয়া 

যখন দিলা মন দুয়ারে টোকা,

তোমার সুরে সব ভুলিয়া 

তখন আমি হয়ে গেলাম বোকা।।


ভুলে গেছি ভালো মন্দ 

তোমার প্রেমে হয়ে গেছি অন্ধ,

এই হাত ধরে নিয়ে চলো 

ফিরে যাওয়ার পথ হয়েছে বন্ধ।

চিন্তা জুরে বসত করে 

আমার ভিতর তোমার প্রেমের পোকা।।


তোমার প্রেমের প্রেম পোকাতে

আমার দেহ মন করছে দখল,

তাইতো তোমার লিখে দিলাম 

আমার মনের মন পৃথিবীর সকল।।


যত্নে রাখা এই মন আমার 

 অনাদরে তা ভেঙো না তুমি,

কানায় কানায় প্রেম ভরা মন 

তা করো না যেন মরুভূমি।।

তোমার প্রেমে বোকা বলে 

তাই দিও না কভু আমায় ধোঁকা।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান