প্রেমে পড়ার জন্য

 প্রেমে পড়ার জন্য 

খাদিজা বেগম 


যেন আমার জন্ম হলো 

তোমার প্রেমে পড়ার জন্য, 

তোমায় ভাল বেসে বেসে 

আমি হয়ে যাব শূন্য।।


এতো ভালো বাসবো তোমায় 

যা বাসেনি কভু কেহ, 

জীবন চাইলে জীবন দেবো 

দেহ চাইলে দেব দেহ।

দেবার মাঝে এত যে সুখ 

তা বুঝেছি তোমার জন্য।।


বাসো আর না বাসো আমায়

তোমায় ভাল বাসতে দিও,

দূরে ঠেলে দিও নাগো 

পাশাপাশি রেখো প্রিয়।।


তোমায় ছাড়া ভাল্লাগে না 

আমি এখন কি যে করি,

চুম্বক হয়ে টানছে ঐ মন 

আমি কেমন করে সরি।

তোমার মাঝে সব হারিয়ে

সুখে সুখে হবো পূর্ণ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান