ভাগ করে দাও
ভাগ করে দাও
খাদিজা বেগম
চলো চলো বাইরে যাই মন
নিশ্বাসে খুব কষ্ট কষ্ট লাগে,
নীল আকাশের নিচে যেতে
আজকে আমার বড় ইচ্ছা জাগে।।
ঘরের ভিতর ভাল্লাগেনা
খুব নিজেকে লাগে বন্দি বন্দি,
বৃত্তের বাইরে বেরিয়ে যাই
আজ হয়ে যাক বাইরে যাওয়ার সন্ধি।
যায় যদি যাক চলে যাক পা
ভুল নিষেদের সীমারেখার দাগে।।
পাখির মতো উড়বো আমি
দূর আকাশে ঘুরবো ডানা মেলে,
আলোয় আলোয় ভরবো ভুবন
রিদ মাঝারে আশার আলো জ্বেলে।।
আজকে আমি ভুলে যাবো
না পাওয়ার সব দুঃখ কষ্ট গুলো,
খোলা হাওয়ায় ছেড়ে দেব
সুখের যাতায় তা হয়ে যাক ধুলো।
সুখগুলোকে ভাগ করে দাও
ও মন দুঃখী লোকের ভাগে ভাগে।।
Comments
Post a Comment