দেশ থাকবে সুখে

 দেশ থাকবে সুখের 

খাদিজা বেগম 


বাংলা মায়ের সন্তান আমি 

বাংলার জন্য লড়াই করবো চিরকাল, 

বাংলার ক্ষতি করবে যারা 

তাদের টেনে টেনে ছিঁড়ে নেব ছাল।।


বাংলার বুকে জাগলে জালিম 

তাদের জন্য আমি হব দাবানল,

জালিম পুড়ে ছাই করব সব 

মানবো না আর কারো অলিক কথার ছল।

বাংলা নামের এই সূর্যটা 

চিরকালি থাকবে হয়ে ঊষাকাল।।


আগুন হয়ে পোড়াব ঐ

জালিম শাসক অত্যাচারীর ঘরবাড়ি,

সহ্য করতে পারি না আর

সন্তান হারা মায়ের কান্না আহাজারি।।


দুই নয়নে দেখতে চাই না 

দুর্নীতিবাজ নেতাকর্মি চোরের দল,

চান্দা বাজি ধান্দাবাজি 

এসব করে ভাঙ্গে যারা দেশের বল।

ভয় নাই ভয় নাই বাংলা মাগো

আজও হাতে সত্য অস্ত্র ন্যায়ের ঢাল।।


কোটি কোটি সন্তান তোমার 

তোমার জন্য রক্ত দেবো দেবো প্রাণ,

তবু আমরা সইবো না তো 

তোমার প্রতি কারো একটু অপমান। 

ভয় পেয়ো না বাংলা মাগো 

তোমার সন্তান করবে শত্রুর ইন্তেকাল।।


দুর্জয় দুর্বার দুঃসাহসী বীর 

তোমার সন্তান তোমার সাথে আছে মা,

রক্ত দিয়ে ইতিহাস হয় 

মাগো রক্ত দেখে আর ভয় পেয়ো না।

আজ থেকে দেশ থাকবে সুখে 

এসে গেছে দেশের দুঃখের অন্তিম কাল।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান