স্বামী-স্ত্রী
স্বামী-স্ত্রী
খাদিজা বেগম
স্বামী স্ত্রী দুজন যেন দুটি ঠোঁটের মতন,
একি সাথে ওরা কথা বলে একি সুখে ওরা হাসে।
একি কারণে ওরা দুজনে একটু দূরে সরে যায়,
আবার একি কামনা নিয়ে দুই জনাতে কাছে আসে।
স্বামী স্ত্রী দুজন যেন দুটি চোখের মতন,
এক জনের দুঃখে দুজন মিলে এক হয়ে কাঁদে।
একি সাথে ঘুমায় আবার একি সাথে তারা জাগে,
একি স্বপ্নে বিভোর হয়ে বন্দি থাকে একি ফাঁদে।
স্বামী স্ত্রী দুজন যেন দু'চরণের মতন,
একে অন্যের উপরে কিংবা থাকে ওরা পাশাপাশি।
একি সাথে বসে থাকে এক সাথে ফের হাঁটে
দুজনেই একই সাথে করে ওরা ভালোবাসা বাসি।
স্বামী স্ত্রী দুজন যেন দুটি হাতের মতন,
তারা দুজনে এক সাথে মিলে কাজকর্ম করে।
আবার একি সাথে দুজনে কাজের শেষে বিরাম,
সর্বদা তৈরি থাকতে দুজনে একে অপরের তরে।
স্বামী স্ত্রী দুজন যেন দুটি কানের মতন
একি সাথে শুনে তারা সদা এক ঈশ্বরের বাণী,
ঈশ্বরকে হাজির নাজির জেনে মেনে তারা করে
শুধু দু'জনে করে পবিত্র ভালবাসার কাহিনী।
স্বামী স্ত্রী দুজন যেন একটি নাকের মত,
একি সাথে শ্বাস নেয় তারা ফের একি সাথে ছাড়ে।
একি সুবাসে নেশা জাগায় দু'জনের দুটি মনে,
সে নেশাতে হারায় দুজনে দুজনাতে বারে বারে।
স্বামী স্ত্রী দুজন যেন রাত্রি দিনের মতন,
একে অপরের মাঝে খানে গোপনে লুকিয়ে থাকে।
শত হাজার ঝড় তুফানে অভাবে ও অনাটনে,
একে অপর কে খুব খুব যত্ন করে আগলে রাখে।
স্বামী স্ত্রী দুজনার কেহ কখনো হয় এমন,
পবিত্র প্রেম রেখে একজন যদি পরকিয়া করে।
অন্য জনের পাঁজর ভাঙ্গে সেই হৃদয় ভেঙ্গা ঝড়ে,
সেই ঝড়ে কেহ কেহ আবার মারার আগেই মরে।
বাবা কিংবা মায়ের পাপেতে সন্তানেরা পায় সাজা,
পরকিয়ার নির্মমতার নিষ্ঠুর আগুনে পুড়ে।
বিশ্বাসঘাতকতার আঘাতে ভাঙ্গে সুখের সংসার,
থাকে শুধু বুকে হাহাকার একটা ভাঙ্গা বুক জুড়ে।
10+8 মাত্রায় লেখা
Comments
Post a Comment