কথা রাখার লকার

 কথা রাখার লকার 

খাদিজা বেগম 


টাকা পয়সা সোনা দানা 

রাখার জন্য আছে ব্যাংকের লকার,

কথা রাখার লকার থাকলে 

এত ক্ষতি হতো নাতো আমার।।


জায়গা জমি আর বাড়িঘর 

ওসব রাখার জন্য আছে দলিল, 

প্রেমের একটা দলিল থাকলে 

আমার চোখে ঝরতো না তো সলিল।

মীর জাফর কে বিশ্বাস করে 

কেন আমার মন ভেঙে যায় বারবার।।


পাখি দেখে পাখি চিনি 

বিড়াল দেখে তেমনি চিনি বিড়াল, 

মীর জাফর কে চিনতে পারলে 

আজ হইতো না এতো করুন এই হাল।।


মানুষ ভেবে ভালোবেসে 

যারে আমি জায়গা দিলাম মনে,

মনের ভিতর থেকে আমার 

মন ভেঙ্গেছে সেই তো প্রতি ক্ষণে।

যা ছিল সব দিয়েছিলাম 

তবু আমি মন পেলাম না তাহার।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান