দুঃখ বিলাসী হৃদয়

 দুঃখ বিলাসী হৃদয় 

খাদিজা বেগম 


পলকে পলকে আমি দেখি চোখে 

রুপের ঝলক উথলে উথলে পড়ে,

এই পৃথিবী এত উজ্বালা হয়েছে 

শুধু যে তোমারি রূপের আগুন ঝরে।।


চোখে চোখে ভাসে তোমারি আবির 

আকাশের নীল সাগরের বুকে মাখে,

নীল সাগরের ঢেউয়ে ঢেউয়ে 

তাইতো তোমাকেই দিবানিশি শুধু ডাকে।

তোমাকে পাবার নেশাতে পাগল 

পাগল হয়ে ছুটে বুঝি ঐ কালবৈশাখী ঝড়ে।।


এই ধরার মাঝে অধরা যে তুমি 

তাই তোমাকে ছোঁয়া যাবে না যাবে না ধরা,

তবু এই ধরাটা গড়িতেছ তুমি

তোমারি ছোঁয়াতে তোমারি আলোতে গড়া।।


মাটির ভিতরে এত অনুভূতি 

কোথা থেকে আসে মুখে এত এত কথা?

না চাহিতে তুমি দিয়েছো কত যে কি 

তা লিখে হবে না শেষ আকাশের খাতা।

তবুও দুঃখ বিলাসী হৃদয় 

যা নেই তা নিয়েই বারেবারে কেঁদে মরে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান