বাংলার নারী

 বাংলার নারী 

খাদিজা বেগম 


বাংলার নারী শিক্ষায় দিক্ষায়         

লড়াকু বীর মুক্তিযোদ্ধা,

তাদের প্রতি রইলো আমার 

অগণিত ভক্তি শ্রদ্ধা।।


মাতৃভাষার আন্দোলনে 

বায়ান্নতে আছে স্বাক্ষর, 

ওই নারীদের প্রতিবাদে 

প্রতিরোধে এসেছে ভোর।

এক এক নারী এক এক কাজে

এই সমাজে আজ সমৃদ্ধা।


লেখাপড়া করবে তুমি

শোনো শোনো ও নন্দিনী,

মানবতায় থাকবে সেরা 

থাকবে না তো ঘর বন্দিনী।।


বিশ্ব মঞ্চে তুমি হবে 

বিশ্বসেরা ডাক্তার, শিক্ষক, 

অর্থনীতি, প্রযুক্তিবিদ

ইঞ্জিনিয়ার আর গবেষক।

তোমায় দেখে এই পৃথিবী 


মুগ্ধ হয়ে হবে শুদ্ধা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান