বেখেয়ালে

 বেখেয়ালে 

খাদিজা বেগম 


বেখেয়ালে সব হারিয়ে 

এখন কেঁদে লাভ হবে না কোনো, 

যা হারাবার হারিয়েছে 

সাবদান থেকো আর না হারায় যেনো।।


সবার আগে খেয়াল রেখো 

সবসময়ে তোমার নিজের দিকে,

হ্যাঁ, না ছোট দুটি শব্দ 

এই দুই শব্দের ব্যবহার নাও শিখে।

ছোট শব্দের ভুল ব্যবহার 

তোমায় করতে পারে বড় হেনো।। 


মায়া দয়া আবেগে নয় 

বিবেক দিয়ে চালাও জীবন তরী, 

শূন্য তরী পূর্ণ করো

পরোপকার কাজেকর্মে ভরি।


পরের ক্ষতি করবে যারা 

তারাই হলো মানব রুপি শয়তান,

তাদের জন্য তৈরি আছে 

অগণিত শাস্তি ভোগের স্থান।

তাই নিজেকে মন্দ থেকে 

দিবানিশি ভালোর দিকে টানো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান