কেন এত সুন্দর
কেন এত সুন্দর
খাদিজা বেগম
তুমি কেন এত সুন্দর
যত দেখি চোখ ফেরে না আমার,
বারে বারে এই মনে চায়
আমি যেন তোমায় দেখি আবার।।
আমি যত দেখি ঐ রুপ
আমার অনেক মায়া মায়া লাগে,
যত তোমায় ভালোবাসি
আরো ভালোবাসতে ইচ্ছা জাগে।
জানিনা কি দিয়ে বিধি
ওই দেহটা গড়িয়াছে তোমার??
কালো কালো ঐ নয়নে
জানিনা কি জাদু মাখা আছে?
ঐ নয়নে পরলে নয়ন
আমায় টানে শুধু তোমার কাছে।।
মাটির দেহ সোনার মত
কেন এত ঝলমল ঝলমল করে?
দিল সামলানো বড় মুশকিল
আমি থাকবো তোমার প্রেমে পড়ে।
দিবানিশি স্বপ্ন বুনি
তোমায় নিয়ে কত শত হাজার।।
Comments
Post a Comment