এত ছোট জীবন

 এত ছোট জীবন 

খাদিজা বেগম 


এত ছোট জীবন নিয়ে 

পৃথিবীতে এসে, 

আমার মনের স্বাদ মেটেনি 

তোমায় ভালোবেসে।।


চলে যাবার কথা ভেবে 

চোখে বৃষ্টি নামে, 

যদি পারতাম থেকে যেতাম 

কোন কিছুর দামে।

তোমার সাথে কাটতো সময় 

আরো একটু হেসে।।


মান অভিমান সকল ভুলে 

বাসতাম শুধু ভালো, 

সকল চাওয়া পায়ে ঠেলে 

চাইতাম মনের আলো।।


মন মাঝারে তোমায় রেখে 

মনে দিতাম তালা, 

মনের ভিতর ঢুকতো না আর 

এই পৃথিবীর কালা।

তুমি আমার সঙ্গে থেকো

না ফেরার ঐ দেশে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান