তোমায় পাবার ধ্যানে
তোমায় পাবার ধ্যানে
খাদিজা বেগম
তুমি নতুন নতুন রূপে আসো
তোমাকে পাই পুষ্প ঘ্রাণে ঘ্রাণে,
দেখি শিশির ভেজা ঘাসের ডগায়
আবার শুনি পাখির গানে গানে।।
তোমায় দেখি নীল সাগরের ঢেউয়ে
আবার দেখি ঐ আকাশের নীলে,
তোমায় দেখি সবুজ পাতায় পাতায়
তোমাকে পাই অনুভবে দিলে ।
তোমাকে পাই মাঝির চোখে মুখে
তোমায় ভেবে মাঝিরা দার টানে।।
তুমি আসো ভয়ংকর রূপ নিয়ে
তোমায় দেখি কালবৈশাখী ঝড়ে,
তোমার ঝড়ের খুব তাণ্ডবে কত
মানুষ, পশু, পাখি যাচ্ছে মরে।।
তুমি আসো কখনো সুখ হয়ে
তোমার আসার সুখে কাঁদে নয়ন,
কভু তুমি আসো দুঃখ হয়ে
তোমার দুঃখে কেঁপে উঠে ভুবন।
তোমাকে পাই পেতে পেতে হারাই
তবু থাকি তোমার পাবার ধ্যানে।।
Comments
Post a Comment