ঘোমটা মাথায়
ঘোমটা মাথায়
খাদিজা বেগম
ঘোমটা মাথায় চুরি হাতে
ওরা বড় বড় দলের ছোট লোক,
ওরা ঘুচতে দেয় না আমার
বাংলা মায়ের সন্তান হারা শোক।।
ওদের হাতে পিস্তল থাকে
রামদা থাকে থাকে আরো চাপাতি,
হেলমেট পড়া পোষা কুত্তা
দিবানিশি করে বেড়ায় ডাকাতি।
চান্দাবাজি ধান্দাবাজি
এসব যেন ওদের দলের অতীত রোগ।।
দুর্নীতিটা মিশে গেছে
ওদের দলের প্রতি জনের ভিতরে,
দেশের জন্য একটু মায়া
মমতা নাই চোর ডাকাতের অন্তরে।।
তোরা কিসের দল দল কর?
দলের চেয়ে আমার বাংলা দেশ বড়,
দলের চিন্তা রেখে দিয়ে
নৈতিকতার সাথে বাংলা দেশ গড়।
অন্যায় ভাবে দেশের সম্পদ
রক্ষক সেজে কেউ করো না কভু ভোগ।।
Comments
Post a Comment