হে ক্ষমাশীল

 

হে ক্ষমাশীল
খাদিজা বেগম

তুমি দয়াল দয়া করো
করো আমায় করুণা,
হে ক্ষমাশীল ক্ষমা করো
আমার বিচার করো না।।

শোনো আমার অন্তর্যামী
দূর করে দাও বেদনা,
সয়না প্রাণে সয়না দেহে
এত কষ্ট যন্ত্রণা।
দয়া করে দুই হাত ধরো
আমায় তুমি ছেড়ো না।।

তুমি আমায় ছেড়ে দিলে
ভেসে যাবো অকূলে,
তোমায় যেন ভুলে না যাই
যাই যদিও সব ভুলে।।

তুমি আমার নিঃশ্বাস হয়ে
আমার ভিতর রয়েছো,
এই বিশ্বাসে ডাকি তোমায়
তুমি আমার হয়েছো।
এই জীবনে তুমি আমার
আপন বলে একজনা।।

তোমায় ভেবে অশ্রু আসে
আমার দুটি নয়নে,
চোখে তোমায় দেখতে পাই না
তবু দেখি এই মনে।
এই ভরসায় ডাকি তোমায়
তুমি নওতো অজানা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান