গুলির ভয়ে

 গুলির ভয়ে 

খাদিজা বেগম 


গুলির ভয়ে ভয় করেনা

কোন পুরুষ দমেনা কোন নারী,

 শুধু আমরা সইতে পারিনা 

ছেলে হারানো মায়ের আহাজারি।


কামনা বলো বিমান বলো 

যোদ্ধা লোকে ভয় করে না কিছু, 

যুদ্ধ করে বাঁচতে জানে

তার মাথা সে কভু করে না নিচু।


দেশের ডাকে জেগে ওঠে সে 

খোলা অস্ত্র সঙ্গে করে নিয়ে,

শত্রুদের টুকরা করে 

তার হাতের খোলা অস্ত্র দিয়ে।


দুর্জয় সে দুর্বার সে 

নাই ট্যাংকের মুখে দাঁড়াতে ভয়,

লড়াই করে ছিনিয়ে আনে 

বিজয় বেশে দেশের জন্য জয়।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান