মন ছুঁয়েছে আমার
মন ছুঁয়েছে আমার
খাদিজা বেগম
সাঁই সাঁই করে তোমায় ছুঁয়ে
ফাগুন হাওয়া মন ছুঁয়েছে আমার,
সেই হাওয়াতে জ্বলে পুড়ে
দুই নয়নের ঘুম হয়েছে সাভার।।
কালো কোকিল গান ধরেছে
কৃষ্ণচূড়ার রং মাখানো ডালে,
তুমি আমি দুই দিগন্তে
রঙে ভরা এই বসন্ত কালে।
এসো বন্ধু অলি হয়ে
তোমায় পেতে মন করেছে আবদার।।
তোমার প্রেমের ঝড় উঠেছে
তোমায় ছাড়া কাটেনা তো সময়,
বৈরী হওয়ার ধূলোর মত
যায় উড়ে যায় আমার প্রেমিক হৃদয়।।
বৃষ্টি হয়ে এসো তুমি
দাও ভিজিয়ে আমার মনের ভুমি,
প্রেম পিপাসায় ফেটে চৌচির
বুকের ভিতর একটা মরুভূমি।
মন উতালা তোমায় পেতে
তোমারি নাম মন দেখে যায় বারবার।।
Comments
Post a Comment