সত্য কানা

 

সত্য কানা
খাদিজা বেগম

যত খুশি তত জিত
জিততে নেইতো কারো মানা,
যত খুশি তত উড়ো
উড়িয়ে দাও মনের ডানা।।

যত খুশি তত হাসো
কাউকে যেন কাঁদিয়ে নয়,
যত খুশি সাহসী হও
মনে রেখো অন্যায়ের ভয়।
কিছু জানো আর না জানো
চাই সকলের সত্য জানা।।

যত খুশি তত খাবে
কভু খেয়ো না কারো হক,
যত খুশি হও লাভবান
কভু হয়ো না প্রতারক।।

যত খুশি বড় হবে
নয়তো কাউকে ছোট করে,
যত খুশি ধনী হবে
তাতে কারো চোখ না ঝরে।
চোখ থাকিতে কেউ থেকো না
মূর্খের মতো সত্য কানা।।

যা লাগে তাই পান কর খাও
হালাল খাবার জেনে নিও,
হারাম থেকে দূরে থেকো
ক্ষুধার্ত কে খাবার দিও।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান