এতো পাপের কত শাস্তি
এত পাপের কত শাস্তি
খাদিজা বেগম
শূন্য হতে এসে ছিলাম
আবার আমি শূন্য হয়েই যাবো
আসা-যাওয়ার মাঝখানে মন
তাই আপনাকে নিয়ে তুমি ভাবো।।
মাটির শরীর মাটি হবে
শুধু কর্ম তোমার রয়ে যাবে,
অর্থ সম্পদ সবাই নেবে
এ কর্ম ফল শুধু তুমি পাবে।
তবে কেন যাচাই-বাছাই
ছাড়াই আমি নির্বোধভাবে খাবো??
জ্ঞান বুদ্ধি সব দিয়েছেন
ভালো মন্দ চেনা জানা জন্য,
তবু কেন মানুষ হয়েও
স্বার্থসিদ্ধের জন্য তুমি বন্য??
যার বাড়ি ঘর তারি থাকবে
আমি শুধু একটা কুটুম পাখি,
হঠাৎ আমি উড়ে যাবো
যখন তখন বন্ধ হবে আঁখি।
একবার হিসাব কররে মন
এত পাপের কত শাস্তি পাবো??
Comments
Post a Comment