তোমরা

 তোমরা 

খাদিজা বেগম 


তোমরা হও না কলঙ্কিত 

তোমরা শুধু কলঙ্কিত করো, 

তোমরা হওনা ধর্ষিত জন 

তোমরা শুধু নারী ধর্ষণ করো।।


তোমরা ধোয়া তুলসী পাতা 

ঐ নয়নে পতিতা হয় নারী,

তোমরা সাধু, সন্ন্যাসী লোক 

সুযোগ পেলেই ভাঙো মধুর হাড়ি।

তোমরা হওনা নির্যাতিতা 

নারীর উপর নির্যাতনটা করো।।


স্ত্রীকেও মনে কর  

তোমাদেরকে খুশি রাখার মেশিন,

তার শরীরটা কাঁদা মাটির 

সেও কাঁদে তা ভাবনাই একদিন।।


তোমার ইচ্ছা চাপিয়ে দাও 

তার ইচ্ছা কি জানতে চাও না কভু,

স্বামী-স্ত্রীর মধুর বাঁধন 

সেথায় কেন যন্ত্রণা হয় তবু?

ভালোবাসা ভোগে নয় রে 

ত্যাগে ত্যাগে ভালোবাসা করো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান