জীবন্ত লাশ
জীবন্ত লাশ
খাদিজা বেগম
আমি যেন জীবন্ত লাশ
তোমাদের এই বিশাল সুখের নীড়ে,
স্বজন হারা মানুষ আমি
এত এত এই স্বজনের ভিড়ে।।
সামনে পিছে ডানে বামে
কোথাও নাই আমার আপন বলে,
মন ভেঙে যায় খুব গোপনে
চোখ ভেসে যায় একলা থাকার জলে।
এই হৃদয়ে ঘা হয়েছে
বিশ্বাস নামে বিষ মাখানো তীরে।।
আমারি লাশ বইছি আমি
মাটি দিছি আমার বুকের মাঝে,
ভাল্লাগে না কোন কিছু
মন বসে না কভু কোন কাজে।।
মরার আগে মন মরেছে
এত এত বিশ্বাসঘাতক দেখে,
এই দুনিয়ায় কেউ আপন নয়
সবাই থাকে আপনের রূপ মেখে।
আপন জনে দুঃখ দিলে
সয়না প্রাণে হৃদয়টা যায় ছিরে।।
Comments
Post a Comment