ঘরের নায়ক

 ঘরের নায়ক

খাদিজা বেগম 


ঘরের নায়ক তো কবিতার মত নয়, 

কি করে যে তাকে কবিতার মতো ভালোবাসা যায়? 

সে তো কবিতার চেয়ে আরও বড় কিছু ,

তাই কবিতা রেখে দিয়ে আমি ঘুরি তার পিছু পিছু!

ঘরের নায়ক সে তো মনের মানুষ, 

এক পলক না দেখিলে তারে আমি হয়ে যাই বেহুশ।

তার সাথে মন বেঁধেছি ভালোবেসে খুব 

একটুখানি সুযোগ পেলেই তার প্রেমেতে দেই ডুব।


তাকে আপন করে পাবার জন্য আমি 

ছেড়েছি আমার আপন ঠিকানা গ্ৰাম,

ছেড়েছি রক্তের বাঁধন পিতা-মাত

এত কিছু ছাড়ার পরেও পেয়েছি আমি দুর্নাম।

তাকে দামি ভেবে আমি হয়েছি সস্তা 

তাইতো সে আমাকে দেয়নি একটুখানি দাম।

আমার করে পাবার আশায় আশায় 

আশীর্বাদ ভেবে মাথায় রেখেছি শত বদনাম।


#khadijabegum #খাদিজাবেগম #fatihaayat #বাংলাদেশ #বরিশাল #yunusgovernment #কবিতা

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান