অশেষ
অশেষ
খাদিজা বেগম
মরণে সব হবে না শেষ
শেষের পরেও অশেষ আছে,
অমর জীবন মানব জীবন
মানুষ মরার পরেই বাঁচে।।
পশু পাখি বৃক্ষলতা
এক মরণে শেষ হয়ে যায়,
মানবজাতি পরীক্ষার্থী
পরীক্ষা দেয় এই দুনিয়ায়।
পরীক্ষার ফল দিবেন যিনি
সাক্ষী প্রমান সব তার কাছে।।
কথায় কথায় পরীক্ষা হয়
পায়ে পায়ে পরিক্ষা হয়,
হাতের ছোঁয়ায় পরীক্ষা হয়
যে বুঝে সে সাবধানে রয়।।
অসাবধানে যে ভুল করে
ক্ষমা চাইলে পাবে ক্ষমা,
লোভে পড়ে পাপ করে যে
তার শাস্তিও আছে জমা।
ধরলে একবার ছাড়বে না আর
মরণ তোমার চারিপাশে।।
Comments
Post a Comment