বলবো বলবো করে
বলবো বলবো করে
খাদিজা বেগম
বলবো বলবো করে আজও
ভালোবাসি তোমায় বলা হলো না,
চলবো চলবো করে আজও
তোমার সাথে আমার চলা হলো না।।
বড় দিদা দ্বন্দ্বে আছি
বলব কিনা ভালোবাসি তোমায়,
তুমিও কি বাসবে ভালো
নাকি আবার দোষী ভাববে আমায়।
ছুঁই ছুঁই করে আজও তোমায়
একটুখানি ছুঁয়ে দেখা হলো না।।
তোমায় নিয়ে স্বপ্নে ভাসি
স্বপ্নে হারাই অচিন দেশে চলে যাই,
তোমার প্রেমে জ্বলে পুড়ে
দগ্ধ হয়ে এই হৃদয়টা হলো ছাই।।
দেখা হলো না চোখ ভরে
চোখ বুজে যায় তোমার কাছে আসিলে,
মোমের মত মন গলে যায়
আমার পানে চেয়ে তুমি হাসিলে।
চাঁদনী রাতে তোমার সাথে
নীল জোছনায় মাখা মাখি হলো না।।
Comments
Post a Comment