কৃষ্ণচূড়ার রং ধরেছে

 কৃষ্ণচূড়ার রং ধরেছে 

খাদিজা বেগম  


রাজপথ যখন শিশুর রক্তে 

কৃষ্ণচূড়ার রং ধরেছে, 

পথে পথে পথের মাঝে 

নিষ্পাপ শিশুর লাশ পড়েছে।।


রক্ত ভেজা শিশু দেখে

তখন আমার রক্ত ফোটে,

ঠান্ডা শীতল জামাট রক্ত

টগবগিয়ে উথলে উঠে।

ঘরে ঘরে মায়ের চোখে 

সন্তান হারা জল ঝরেছে।।


তাইতো আমি যোদ্ধা হয়ে 

যুদ্ধে নামলাম যুদ্ধ করতে,

জেদ ধরেছি মরতে রাজি 

রাজি না আমি হারতে।।


আমার মত অগুনিত 

জয় ছিনিয়ে আনতে সেই দিন, 

ভুবন ছেড়ে চলে গেছে 

কেউ ভুলনা কভু এই ঋণ।

সেই জালিম কে মাফ কর না

দেশের ক্ষতি যে করেছে??


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান