হব না তো কলঙ্কিনী
হব না তো কলঙ্কিনী
খাদিজা বেগম
মন বাগানে এসে গেছে
এসে গেছে আমার মনের অলি,
ভীষণ লজ্জা লজ্জা গালে
এই কথাটা কেমন করে বলি।।
গুনগুনিয়ে গান শুনিয়ে
ঘুরে বেড়ায় আমার চারি পাশে,
সুযোগ পেলেই বলে বেড়ায়
সে আমাকে ভীষণ ভালো বাসে।
ধৈর্য ধরো ওগো অলি
না ফুটিতে কুঞ্জ ফুলের কলি।।
ফুটিতে দাও ফাগুনের ফুল
গাহিতে দাও কোকিলের গান কুহু,
ছড়াতে দাও ফুলের সুবাস
হৃদয় ভরে উঠুক মুহুমুহু।
তৃষ্ণায় তৃষ্ণায় কাতর হলে
পান করিও আমার ফুলের মধু,
তারি আগে হতে দিও
আমায় তোমার ভালোবাসার বধু।।
হব না তো কলঙ্কিনী
প্রেমে পুড়ে আমি যতই জ্বলি।।
Comments
Post a Comment