চাইবো না আর
চাইবো না আর
খাদিজা বেগম
ঘুরবো না আর দ্বারে দ্বারে
একটুখানি ভালোবাসার পেতে,
জ্বলে পুড়ে ছাই হবো না
কারো প্রেমে একটুখানি মেতে।।
চাইবা না আর কেউ আমাকে
ভালোবেসে হৃদয় দিয়ে বুঝুক,
কারো চোখের আড়াল হলে
কেউ আমাকে মনে প্রানে খুঁজুক।
বাঁধবো না আর বাহুডোরে
কেউ যদি চায় আমায় ছেড়ে যেতে।।
চাইবো না আর ভুল ভাঙ্গাতে
কেউ যদি ভুল বোঝে ঘুরে ফিরে,
একা একা থাকবো আমি
থাকবো না আর লোক সমাজের ভিরে।।
চাইবো না আর বিশ্বাস করে
আবার পাইতে হৃদয় ভাঙ্গা আঘাত,
চাইবো না আর প্রেমের নামে
খুব গোপনে হোক হৃদয়ের সংঘাত।
সুখের নামে বুনবো না আর
দুঃখ, কষ্ট আমার বুকের ক্ষেতে।।
Comments
Post a Comment