সুরাত নয় মুরাদ

 সুরাত নয় মুরাদ 

খাদিজা বেগম  


ছেলেরা চায় মেয়ের সুরাত 

মেয়েরা চায় ছেলের মুরাদ,

চাওয়া দেখে বুঝে নিও

মনের রুচি হৃদয়ের স্বাদ।।


মুরাদ ভালো সুরাত থেকে 

মুরাদ কভু যায় না কমে,

দিনে দিনে সুরত ফুরায়

ধীরে ধীরে যায় তা ধমে।

ও মন আমার মুরাদ বাড়াও 

মুরাদ চর্চা করো দিন রাত।।


ছেলে কিংবা মেয়েরা নয়

মুরাদি লোক সবার প্রিয়,

নিজের চেষ্টায় নিজে মুরাদ

নিজে বৃদ্ধি করে নিও।।


তার তুলনায় কেউ হবে না

ও যার মুরাদ ভালো ভবে,

নৈতিকতা আর পরিশ্রম 

দুই এর মাঝে মুরাদ রবে।

এই মুরাদকে প্রকাশ করতে 

সইতে হবে শত আঘাত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান