জিহাদ

 জিহাদ 

খাদিজা বেগম  


নফসের সাথে জিহাদ করা 

সেরা জিহাদ, তা জিহাদে আকবর,

এই জিহাদে বিজয়ী যে 

তার জন্য ওই জান্নাতের সুখবর।।


নফস মানে কুপ্রবৃত্তি

লোভ লালসা চাঁদাবাজি চুরি,

নিজের লাভের কথা ভেবে 

অন্যজনার গলায় ধরা ছুরি।

সুপ্রবৃত্তি মানে হল 

পরোপকার, সুস্থ ভাবনা, সবর।।


এক মানুষের ভিতর থাকে 

কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি উভয়,

কুপ্রবৃত্তি ঝেড়ে ফেলে 

সুপ্রবৃত্তির চর্চাতে হয় বিজয়।।


সত্যিকারের মানুষ যারা 

তারা শান্তি পায় না মন্দ কাজে, 

অমানুষে অন্যায় করে 

এই সমাজে ভালো মানুষ সাজে। 

যেমন কর্ম তেমনি ফল 

দিয়ে দেবেন ন্যায় বিচারক ঈশ্বর।।


কাম, ক্রোধ আর লোভ কুপ্রবৃত্তি

কারো চোখে দেখা যায় না কভু,

তবু আছে সবার মাঝে 

এসব দিয়ে পরীক্ষা নেয় প্রভু। 

সকল অন্যায় দমন করে 

ন্যায়ের পক্ষে দাও মানুষের স্বাক্ষর।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান