ছাই হয়ে যায় হিয়া

 ছাই হয়ে যায় হিয়া

 খাদিজা বেগম 


তুমি ছিলে ভড়া বাড়ি  

আমি ছিলাম তোমার ভাড়াটিয়া,

আমায় তুমি ঠাই দিয়েছো 

মাসে মাসে টাকার বান্ডিল নিয়া।।


আজ টাকা নাই এই পকেটে 

তাইতো আমি পথে পথে ঘুরি, 

নাটাই ও নাই সুতাও নাই 

আমি এখন সর্বহারা ঘুড়ি।

ছন্নছাড়া জীবন আমার 

ভালবেসে তোমাকে মন দিয়া।।


তুমি ছিলে আনন্দ পথ 

আমি ছিলাম তোমার পথের পথিক,

তুমি আছো তোমার জায়গায় 

আমি হাঁটতে হাঁটতে হলাম বেদিক।।


মনে প্রাণে চেয়েছিলাম 

বড় আপন করে তোমায় আমি,

আমার চাওয়ার খাত ছিলনা

আমার কথা জানে অন্তর্যামী।

তবু তোমার মায়ার আমার 

জ্বলে পুড়ে ছাই হয়ে যায় হিয়া।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান