বিরহের সুর বাজে
বিরহের সুর বাজে
খাদিজা বেগম
ক্ষণে ক্ষণে হিয়ার মাঝে
বিরহের সুর বাজে,
প্রাণটা করে উরু উরু
মন বসে না কাজে।।
মন আকাশে প্রখর রৌদ্র
প্রেম পিপাসায় হৃদয় ফাটে,
আর কতকাল থাকবে নৌকা
এমনি বাঁধা ঘাটে?
মন মাঝি গো বৈঠা ধরো
এসো মাঝির সাজে।।
পাল তুলে দাও দক্ষিণ হাওয়ায়
নৌকা ভাসাও গাঙ্গে,
শক্ত হতে বৈঠা ধরে
থাকো আমার সঙ্গে।।
প্রেমের গাঙ্গে ঝড় উঠেছে
কে দেবে তা সামাল,
এই বিপদে সঙ্গে থেকো
আমার মন বেসামাল।।
অনেক কথা বলতে গিয়েও
মুখ থেমে যায় লাজে।।
Comments
Post a Comment