আমি তোমায় চাই
আমি তোমায় চাই
খাদিজা বেগম
সব হারিয়ে যায় যদি যাক
তাতে আমার কোন ক্ষতি নাই,
সকল কিছুর বিনিময়ে
পাই যদিও আমি তোমায় চাই।।
তোমায় কত ভালবাসি
তা জানে না এই পৃথিবীর কেউ,
তোমায় ভেবে মনের মাঝে
খেলা করে তোমার প্রেমের ঢেউ।
তুমি ছাড়া অন্য কিছু
আমার কাছে বাসি চুলার ছাই।।
তোমার কাছে যাবার জন্য
আমার হৃদয় বায়না ধরে রোজ,
তুমি কেন এত পাষাণ
একটিবারও লওনা আমার খোঁজ।।
পিপড়া যেমন মিষ্টি খোঁজে
তেমনি খোঁজে তোমায় আমার মন,
কেমন করে বুঝাই বল
তুমি শুধু আমার আপন জন।
দিবানিশি ভাবি শুধু
কেমন করে তোমায় কাছে যাই।।
Comments
Post a Comment