দিল মিলেছে

 দিল মিলেছে 

খাদিজা বেগম 


তার দিলেতে দিল মিলেছে 

ভালবাসি বলতে শুধু বাকি, 

সে যে আমায় খুন করেছে 

আমার খুনি তারি দুটি আঁখি।।


তার ওই আঁখি তীরের মত 

ঢুকে পড়ছে আমার মনের মাঝে,

ওই আঁখিতে এতটা প্রেম 

তাইতো আমার মন বসে না কাজে। 

যখন তখন আমার এই মন 

তার নাম ধরে করে ডাকাডাকি।।


ডাগর ডাগর দুই আঁখিতে 

আমি দেখি আমারি নাম লেখা,

প্রেম হতো না এই জীবনে

তার সাথে না হলে আমার দেখা।।


তার হাসির ঐ যাদু দিয়া 

আমারে সে করে নিল দখল,

নিজে থেকে দিয়ে দিলাম 

আমার কাছে যা ছিল তা সকল।।

সরিষা রং অঙ্গ তাহার 

সে যে আমার মনের ময়না পাখি।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান