আমি যেন একা

 আমি যেন একা 

খাদিজা বেগম 


হাজার কোটি লোকের ভিড়ে 

পৃথিবীতে আমি যেন একা,

এই জীবনের পথটি আমার 

যেন অন্য কারো হাতে আঁকা।।


যে পথ ধরে মন যেতে চায় 

সে পথ আমার নয়ন খুঁজে পায় না,

যুগ যুগ ধরে যেথায় চলি 

সে পথ ধরে এ মন চলতে চায় না। 

এই জীবনের এই পথ কেন 

এত উঁচু নিচু আঁকাবাঁকা।।


আমায় যেন কেউ বোঝে না 

অযথা ভুল বোঝাবুঝির দ্বন্দ্ব,

আমায় যেন কেউ খোঁজেনা 

সবাই খোঁজে বেড়ায় আমার মন্দ।।


এই জীবনে কেন এত 

কানায় কানায় ভরা দুঃখ, কষ্ট?

ভালো ভেবে যা ধরেছি 

যা করেছি সব কিছুতে নষ্ট।

এই মন যারে পেতে চায় খুব 

নয়ন আজো পেলোনা তার দেখা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান