কোনো অনুভূতি
কোনো অনুভূতি
খাদিজা বেগম
মূল্য দিয়ে যায় না কেনা
এই হৃদয়ের কোনো অনুভূতি,
অনুভূতির সকল দুয়ার
খোলার আগে রাখো প্রতিশ্রুতি।।
অমূল্য ধন হাসি, কান্না
যৌন শক্তি, প্রেম, রাগ, কষ্ট, ঘৃণা,
মানুষ হতে পারবা না কেউ
হাজার হাজার অনুভূতি বিনা।।
সকল প্রকার অনুভূতির
রইল সঠিক ব্যবহারের আকুতি।।
টাকা-পয়সা যায়গা জমি
এসব থেকে আরও দামি অভাব,
অভাব তোমার তাড়া করে
তাড়িয়ে দেয় অলসতার স্বভাব।।
সকল প্রকার দারিদ্রতা
একে একে এসে দেবে হানা,
বেশি কথায় বাচাল মানুষ
শিখতে হবে অল্প কথা জানা।
এই দুনিয়ায় রেখে গেলাম
অস্তে, অল্প, সত্য বলার কাকুতি।।
Comments
Post a Comment