ছাত্র সমাজ
ছাত্র সমাজ
খাদিজা বেগম
এত যুবক এত শিশু
এত প্রাণের বলিদানের পরে,
যারা চায় না দশের ভালো
ঠকব না আর তাদের বিশ্বাস করে।।
দেশ সংস্কার চায়না যারা
তারাই এখন স্বৈরাচারের দলে,
তাই সংস্কার রেখে দিয়ে
বারবার নির্বাচনের কথা বলে।
ছাত্রদের এই আন্দোলনকে
ধ্বংস করতে অনৈতিক পথ ধরে।।
নেতারা সব দানব হয়ে
তুলছে চাঁদা করছে দখলদারি,
তাজা রক্তের দাগের উপর
দাঁড়িয়ে এ কেমন বাড়াবাড়ি??
ছাত্র ছাড়া এদেশ আমার
যাচ্ছে যেন দুর্নীতিতে ভেসে,
দেশে বাঁচাতে রাজনীতিতে
দেশের জন্য চাই ছাত্রদল দেশে।
স্বপ্ন দেখি ছাত্রসমাজ
আমার এ দেশ নীতি দিয়ে গড়ে।।
Comments
Post a Comment