শূন্য প্রেমের গদি
শূন্য প্রেমের গদি
খাদিজা বেগম
আমার দুটি নয়নে নাই
সাত সমুদ্র তের নদী,
কোথা থেকে নয়নের জল
ঝরে পড়ে নিরবধি??
দুঃখ দেবার নাই তো কেহ
তবু কেন বিরহী মন,
কোন কারনে কেঁদে কেঁদে
যায় ভিজে যায় আমার নয়ন?
আমাকে কেউ জানিয়ে দাও
তোমরা কেহ জানো যদি!!
হৃদয় খোলা হাসি আমার
ফুলের মত যাহা ফোটে,
সেই হাসি আজ কোথায় গেল
তা আসে না কেন ঠোঁটে??
তোমার চলে যাওয়াতে সব
যেন এলোমেলো লাগে,
মনের আকাশ মেঘে ভারী
চোখে বৃষ্টি বৃষ্টি লাগে।
যা দেখি সব ঝাপসা ঝাপসা
তোমায় ছাড়া শূন্য প্রেমের গদি।।
Comments
Post a Comment