মেহমান শালা

 মেহমান শালা 

খাদিজা বেগম 


ভাঙা ভাঙা ছোনের বেড়া 

ছিদ্র ছিদ্র নাড়ার চালা, 

এই বাড়িঘর নিয়ে আমার 

হইল একি ভীষণ জ্বালা।।


চিরা তালির কাপুড় আমার 

সেলাই করতে করতে হয়রান,

লবণ আনতে পান্তা ফুরায় 

এইভাবে কি আর চলে প্রাণ ?

দুর্ভাগ্যটা কাটিয়ে দাও 

দূর করে দাও দুঃখের পালা।।


আমিও তো তোমার দাসী 

তুমিও তো আমার মালিক,

দয়া করে ক্ষমা করো 

ফিরে তাকাও এই আমার দিক।।


শোনো শোনো ওগো আমার 

প্রানের মালিক অন্তর্যামী,

তোমারি প্রেম না পাই যদি 

ধ্বংস হয়ে যাবো আমি। 

দাও খুলে দাও আমার জন্য 

তোমার ছোট্ট মেহমান শালা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান