দিন বেরিয়ে আসে
দিন বেরিয়ে আসে
খাদিজা বেগম
রাতের ভিতর থেকে যেমন
দিন বেরিয়ে আসে,
দিনের ভেতর থেকে তেমনি
রাত বেরিয়ে আসে।।
গাছের ভিতর থেকে যেমন
ফুল বেরিয়ে আসে,
ফুলের ভিতর থেকে তেমনি
গাছ বেরিয়ে আসে।
নদীর ভেতর থেকে তেমনি
ঢেউ বেরিয়ে আসে।।
মেঘের ভিতর থেকে যেমন
জল বেরিয়ে আসে,
জলের ভেতর থেকে তেমনি
মেঘ বেরিয়ে আসে।।
আমরা সবাই সবার জন্য
থাকবো সবার পাশে,
কেউ নয় মালিক কেউ হবে না
পরিণত দাসে।
আমরা সবাই শ্রেষ্ঠ মানুষ
ধর্মগ্রন্থে আছে।।
ভাটার জলে থাকে যেমন
জোয়ারের জল মিশে,
জোয়ার জলে থাকে তেমন
ভাটার ওই জল মিশে।
জল ছাড়া কি জোয়ার ভাটা
নদীনালা বাঁচে??
গরিবের শ্রম দিয়ে যেমন
ধনী টিকে থাকে,
ধোনির টাকা-পয়সায় তেমন
গরিব টিকে থাকে।
একের জন্য অন্য জনা
পরিণত শ্বাসে।।
কেউ ছোট নয় কেউ বড় নয়
সবার সম্মান সমান,
মানুষেরে সম্মান করো
করো না অপমান।
সত্যিকারের মানুষ সেই জন
যার সুবিচার আছে।।
মনুষ্যত্ব বজায় রেখে
আমরা কথা বলবো,
নৈতিকতা রক্ষা করে
আমরা সামনে চলবো।
ঐ নিকৃষ্ট ভাবনা-চিন্তা
মনে যে না আসে।।
Comments
Post a Comment