চোখের পানি ঝরে
চোখের পানি ঝরে
খাদিজা বেগম
হৃদয় ভাঙ্গা লোকের ভিড়ে
আমারও তো চোখের পানি ঝরে,
যে ভেঙ্গেছে এই হৃদয়টা
বারে বারে তারেই মনে পড়ে।।
রিদ মাজারে ঠাই দিয়েছি
ভালোবেসে যত্ন করে যারে,
ভালো মনের মানুষ ভেবে
বিশ্বাস করে ভুল করেছি তারে।
আমার হৃদয় ভেঙে চুরে
গুরা গুরা তার প্রেমেরি ঝড়ে।।
মিষ্টি মিষ্টি কথা বলে
মন ভুলিয়ে সব নিয়েছে আমার,
সব হারিয়ে পাগল আমি
এখন উপায় পাই না বেঁচে থাকার।।
সুখে থাকার আশা নিয়ে
গলায় পরলাম ভালবাসার মালা,
সেই মালাটা ফাঁসি মতো
হয়ে গেছে আমার মরণ জ্বালা।
ভুল মানুষের প্রেমে পড়ে
বোকা মানুষ মরার আগেই মরে।।
Comments
Post a Comment