দক্ষিণ হাওয়ায়

 দক্ষিণ হাওয়ায় 

খাদিজা বেগম


দক্ষিণ হাওয়ায় দোল খেলে যায় 

কচি কচি গাঢ় সবুজ পাতায়,

ফাগুন সুরে কোকিলের গান 

ফুলের গন্ধে গন্ধে হৃদয় মাতায়।।


শীতল বাতাস উত্তাপ ছড়ায়

মন ভরে যায় কৃষ্ণচূড়ার রঙ্গে, 

নানা রঙের প্রজাপতি 

ফুল কাননে হাসে ফুলের সঙ্গে। 

এই ফাগুনের মন চেয়েছে 

ভালবেসে আদর করি তোমায়।।


বাসন্তী রং শাড়ি দেবো 

চুড়ি দেব দেবো ফুলের মালা, 

নেওয়া দেওয়ার মাঝে দুজন 

খুলে দেবো দুই হৃদয়ের তালা।।


ঐ পাখিদের কলরবে 

মুখরিত আকাশ বাতাস মাটি, 

এমন দিনে এই মনে চায় 

তোমার ওই হাত ধরে আমি হাটি।

চারিদিকে ফুলের মেলা

তোমার প্রেমে পাগল করলো আমায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান