পা নেই
পা নেই
খাদিজা বেগম
ও যার পা নেই তুমি বলো
তারে নিজের পায়ের উপর দাঁড়াতে,
যে পারেনা সামনের দিকে
নিজের ইচ্ছায় একটি চরণ বাড়াতে।।
মুখ আছে তাই বলছো কথা
বলার আগে একবার ভেবে বলো না,
পা আছে তাই চলছো তুমি
চলার আগে একবার ভেবে চলো না।
এমন পথে পথ চলনা
যাতে লোকের অভিশাপ পাও দিন রাতে।।
দয়া করো কৃপা করো
অসুস্থ লোক অসহায়দের বেলাতে,
পাগল হয়ে যেও না ভাই
বিবেক রেখো এই পাগলের মেলাতে।।
সেই তো ধনী যার কাছে তার
সকল অঙ্গ সুস্থ সবল স্বাভাবিক,
সেই তো গরিব যায় মাঝে নাই
নিম্নতম মানুষের গুণ মানবিক।
নিজের মতে সব পাবে না
তার মতে হয় কিছু কিছু হারাতে।।
Comments
Post a Comment