ফাগুন এলো
ফাগুন এলো
খাদিজা বেগম
ফাগুন এলো ফাগুন এলো
ললনাদের খোঁপায় গাঁথা ফুলে,
সেই ফাগুনের আগুন লেগে
জ্বলে পুড়ে যাচ্ছে ছেলেপুলে।।
হলুদ হলুদ গাঁদা হলুদ
গায় জড়িয়ে ললনারা হাঁটে,
পায়ে পায়ে ফাগুনের সুর
সেই সুরেতে প্রেমিক হৃদয় ফাটে।
গুনগুনিয়ে অলির গানে
ফাগুন খেলে ফুলে ফুলে দুলে।।
মিষ্টি সুরে গান শুনিয়ে
ফাগুন আশার খবর দিলো কোকিল,
সেই খবরে ঘুরে ঘুরে
নাচে প্রেমিক তা সামলানো মুশকিল।।
মিষ্টি মধুর ফাগুন হাওয়ায়
অলি পাগল পান করিতে মধু,
বৈরাগী মন পাগল হয়ে
লতায় পাতায় খুঁজে বেড়ায় কদু।।
ঝির ঝিরিয়ে ফাগুন এলো
ঢেউ খেলানো প্রেম যমুনার কূলে।।
Comments
Post a Comment