দিল পুড়ে যায়
দিল পুড়ে যায়
খাদিজা বেগম
ঠান্ডা ঠান্ডা ফাগুন হাওয়ায়
দিল পুড়ে যায় আমার,
হাওয়ায় হাওয়ায় নাকে আসে
চুলের সুবাস তোমার।।
দখিন দুয়ার খুলে রাখি
তোমায় দেখব বলে,
আশায় আশায় নিরাশ হয়ে
চোখ ভেসে যায় জলে।
তুমি আমার সুচিত্রা সেন
আমি উত্তমকুমার।।
ফাগুন হাওয়ায় ঢেউ খেলে যায়
ফুলে ফুলে অলি,
তাই দেখিয়া একা একা
প্রেম অনলে জ্বলি।।
কত ফাগুন গেল আমার
তোমায় ভেবে ভেবে,
আর কতদিন জ্বলার পরে
তুমি দেখা দেবে।
ধুঁকে ধুঁকে মারছে আমায়
তোমার প্রেমের বিমার।।
Comments
Post a Comment