আত্মসম্মান
আত্মসম্মান
খাদিজা বেগম
আত্মসম্মান সবার আগে
তারপরেতে তোমার অন্য সকল,
আত্মসম্মান ছাড়া থাকলে
তোমার আত্মা হয়ে যাবে দখল।।
আত্মা ছাড়া থাকলে তুমি
তুমি হবে চরণ মোছা পাপোশ,
আত্মসম্মান রক্ষার বেলায়
তাই করো না কারো সাথেই আপস।
কথাবার্তা চলাফেরায়
সবকিছুতে থাকতে হবে আসল।
বড় সাবধান থাকতে হবে
আত্মসম্মান বোধ অক্ষুণ্ণ রাখতে,
নৈতিকতার চাদর দিয়ে
রোজ নিজেকে হবেই হবে ঢাকতে।।
আত্মসম্মান মানে হলো
সৎ গুনাগুন নিজের ভিতর রাখা,
চিন্তা ভাবনায় স্বচ্ছ থাকা
হোক না যতই জীবনের পথ বাঁকা।
আত্মসম্মান ছাড়া মানুষ
আসল ছেড়ে আগলে রাখে নকল।।
Comments
Post a Comment