কানামাছি
কানামাছি
খাদিজা বেগম
কানামাছি কানামাছি
আয় খেলাবি বিকানামাছি খেলা,
দুজন মিলে খেলে খেলে
আলো ছায়ায় কেটে যাবে বেলা।।
আমি যদি দেখি চোখে
তুই হবি তো দুচোখ বাঁধা কানা,
চোখ থাকিতে অন্ধ হয়ে
জানতে হবে অজানাকে জানা।
আয় ভেসে যাই নীল আকাশে
যেথায় ভেসে বেড়ায় মেঘের ভেলা।।
দুজন মিলে দেখলে চোখে
এই খেলাটা খেলা যাবে না তো,
একজন দেখলে অন্য জনকে
থাকতে হবে কানা অন্ধের মত।।
এই খেলাটায় শেখার আছে
অনেক কিছু যদি শিখতে পারো,
অনেক কিছু ধরতে পারলেও
না ধরে তা নিজে থেকে ছাড়ো।
সংযমী লোক সবার প্রিয়
তার হৃদয়ে স্বর্গ সুখের মেলা।।
Comments
Post a Comment