মন পুড়ে যায়
মন পড়ে যায়
খাদিজা বেগম
মন পুড়ে যায় যে আগুনে
চোখ দেখে না সেই আগুনের ছাই,
ভিতর থেকে জ্বলে পুড়ে
এ থেকে নাই কারো রক্ষা নাই।।
নতুন জজে বেশি জ্বলে
পুরান হলেও তবু কমে না,
রোগে শোকে দারিদ্রতায়
এই আগুনটা কভু দমে না।
খুব গোপনে জ্বলে পুড়ে
কি যে আগুন জ্বেলে দিলেন সাই।।
পাগলা আগুন জ্বলে দিগুন
প্রেমের হাওয়া লাগে যখন গায়,
প্রেম মোহনায় মন হারাতে
বারে বারে দিবানিশি চায়।।
সব হারাতে এত যে সুখ
যে হারায়নি সে বোঝেনা তা,
সব হারাবার মাঝেই বুঝি
লুকিয়ে রয় মনের পূর্ণতা।।
এমন পোড় পুড়ে হৃদয়
পুড়ে পুড়ে পাগল হয়ে যাই।।
Comments
Post a Comment