অনুভূতি
অনুভূতি
খাদিজা বেগম
ভালোবাসা রাগ আর ঘৃনা
স্নেহ, মায়া, মমতা আর ক্ষমা,
অনুভূতির সকল ধাপে
সঠিক সময় দিতে হবে কমা।।
ঘৃণা দেখাও ঘৃণা রাখো
সকল প্রকার নিষিদ্ধ সব কাজে,
শত্রুর প্রতি জ্বলে ওঠো
সমস্ত রাগ ঢেলে মাঝে মাঝে।
ঘরের মানুষ আপন জনা
তাদের প্রতি রাগ রেখো না জমা।।
খুব মমতায় শাসন করে
ছোটদের ভুল ক্ষমা করে দিও,
ভালোবেসে যত্নে রেখো
ছোটদের ভুল শুধরে কাছে নিও।।
ভালোবেসে ভালো থেকো
ভালো রেখো সব সম্পর্কের বাঁধন,
সময় থাকতে মানুষ হও মন
নইলে তোমার হবে না তো সাধন।
সৃষ্টির সেরা হয়ে ওঠো
হয়ে ওঠো তুমি অনুপমা।।
Comments
Post a Comment