মাটিকে খাওয়ায়

 মাটিকে খাওয়ায় 

খাদিজা বেগম 


চাইলে যদি সব পাওয়া যায় 

আমি ওতো পেয়ে যেতাম তোমায়,

প্রেমের বাদাম তুলে দিতাম 

ভালবাসার হাওয়ায় হাওয়ায়।।


তড়তড়িয়ে চলতো তোরী 

আমি ভাসতাম সেই তোরিটার বুকে,

দুঃখ কষ্ট উড়ে যেত 

ঢেউয়ের তালে দোল খেলাতাম সুখে।

ইচ্ছে হলেই সব চাওয়া যায় 

মন ভরে না মনের মত পাওয়ায়।।


মনের মতো হয়নি আমি 

আমার মনের মত আর কে হবে?

আমি হলাম তারি মত 

মনের মত কেউ হবে না ভবে।।


তারি মত গড়েছে সে 

কারো মতে সে গড়ে নি কাউকে, 

তাই মিলে না মিলে না ফল

তাইতো আমরা সবাই কাঁচা অংকে।।


তারি জ্ঞানে সে গড়েছে 

এই পৃথিবীর আকাশ, মাটি, সকল,

বোকার মতো মাটির মানুষ 

অযথা সব করতে চাচ্ছে দখল।

সৃষ্টিকর্তায় একটা সময় 

মানুষ ধরে এই মাটিকে খাওয়ায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান